Ticker

6/recent/ticker-posts

ইনস্টাগ্রাম স্টোরি হাইড করব কিভাবে? How to Hide Instagram Story 2022 in Bengali?

ইনস্টাগ্রাম স্টোরি হাইড করব কিভাবে? How to Hide Instagram Story 2022 in Bengali?

নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে টেক ট্রিক্স ক্যাটাগরির নতুন এই আর্টিকেলে স্বাগত জানাই।

বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল আপনাদের ইনস্টাগ্রাম স্টোরি কিভাবে অন্যান্যদের থেকে লুকিয়ে করে রাখতে পারবেন অর্থাৎ ইনস্টাগ্রাম স্টোরি হাইড করবেন কিভাবে।


How to Hide Unhide Instgram Story 2022


Kivabe Instgram Story Hide Unhide Korbo

বন্ধুরা যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে তাদের মধ্যে কিন্তু ফেসবুক খুবই জনপ্রিয় এবং তারই নিজস্ব একটা প্লাটফর্ম হল ইনস্টাগ্রাম।

আর সেই ইনস্টাগ্রামেও কোটি কোটি ইউজার রয়েছে এবং তার মধ্যে আপনিও রয়েছেন আর মাঝেমধ্যে আপনিও ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেন।

আর ইনস্টাগ্রামে যারা আপনার ফলোয়ার্স রয়েছে তারা কিন্তু আপনার ইনস্টাগ্রাম স্টোরি সহজে দেখতে পায়।

কিন্তু আপনি চাইছেন আপনার ইনস্টাগ্রাম স্টোরি সবার কাছ থেকে হাইড করে রাখতে বা ইনস্টাগ্রাম স্টোরি কেবলমাত্র একজন দেখতে পাবে আর যেনো কেউ দেখতে না পায়, আর সেটা কিভাবে করবেন আজকের এই আর্টিকেলে আপনাদেরকে বলতে চলেছি।


ইনস্টাগ্রাম স্টোরি হাইড করবো কেন?

বন্ধুরা ইনস্টাগ্রাম স্টোরি হাইড করতে হয় কিভাবে সেটা জানার আগে আমরা জেনে নিব কেন আমরা ইনস্টাগ্রাম স্টোরি হাইড করতে চাইছি।

বন্ধুরা অনেক সময় কি হয় আমরা আমাদের পার্সোনাল কিছু ফটো বা স্টোরি অন্যান্য ফলোয়ার্স দের দেখাতে চাইনা, কিছু কিছু ফলোয়ার্স বা ফ্রেন্ডস দের কাছ থেকে হাইড করে রাখতে চাই।

কারণ আপনার ফলোয়ার্স লিস্ট এর মধ্যে অনেক আত্মীয়রাও থাকে তারাও কিন্তু আপনার পোস্ট করা স্টোরি সহজে দেখতে পায় আর আপনি সেটা চান না এবং অনেকে রয়েছে যারা আপনার স্টোরি দেখে উল্টোপাল্টা কমেন্ট করে।

আর ঠিক এই কারণে চাই আমরা আমাদের ইনস্টাগ্রাম স্টোরি অন্যান্য কিছু কিছু ফলোয়ার্স দের কাছ থেকে হাইড করে রাখতে।

তবে সেটা করার জন্য বন্ধুরা আপনাদেরকে নিচের বলা স্টেপগুলো কিন্তু পরপর ফলো করতে হবে।


ইনস্টাগ্রম স্টরি হাইড করার পদ্ধতি

সর্বপ্রথম আপনার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি যদি লেটেস্ট ভার্সনে আপডেট না করা থাকেন তাহলে প্লে স্টোরে যাবেন এবং অবশ্যই আপডেট করে নেবেন।

আপডেট করার পর আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলের মধ্যে যাবেন এবং প্রোফাইলে যাওয়ার পরে দেখতে পাবেন কর্নারে একটা থ্রী লাইন রয়েছে ওখানে ক্লিক করবেন এবং ক্লিক করলে Settings নামে একটা সর্বপ্রথম অপশন পাবেন ওখানে ক্লিক করবেন।

Settings অপশনে ক্লিক করলে আবার অনেকগুলো অপশন দেখতে পাবেন এবং তার মধ্যে দেখতে পাবেন Privacy নামে একটা অপশন রয়েছে ওখানে ক্লিক করবেন।

ক্লিক করার পর আপনারা নিচের ছবির মতো একটা ইন্টারফেস পাবেন যেখানে দেখতে পাবেন লিখা রয়েছে Hide Story From  এবং নিচে লিখা রয়েছে 0 People এখানে আপনি যাদের যাদের সিলেক্ট করবেন তারাই কেবল আপনার ইনস্টাগ্রাম স্টোরি দেখতে পাবেনা বাদ বাকি সকলে দেখতে পাবে।



তারপরের অপশনে আপনারা দেখতে পাবেন Close Friends এবং নিচে লিখা রয়েছে 0 People অর্থাৎ এখানে আপনি যাদের সিলেক্ট করবেন তারাই কেবল আপনার ইনস্টাগ্রাম স্টোরি দেখতে পাবে বাদবাকিরা কেউ আপনার ইনস্টাগ্রাম স্টোরি দেখতে পাবেনা।

এখন আপনি যাদের যাদের দেখাতে চাইছেন তাদেরকে সিলেক্ট করার জন্য উপরের অপশনটা সিলেক্ট করবেন এবং কিছু জনকে দেখাবেন আর বাদবাকি সবাইকে দেখাতে চাইছেন না তাহলে নিচের অপশনটা সিলেক্ট করবেন।

এইভাবে কিন্তু আপনারা এই দুটো স্টেপ ফলো করে খুব সহজে আপনার ইনস্টাগ্রাম স্টোরি যেকোনো ফলোয়ার্স বা ফ্রেন্ডদের কাছ থেকে লুকিয়ে বা হাইড করে রাখতে পারবেন।

এরপর উপরে বলার সেটিংস গুলো ফলো করার পরে নরমালি আপনি যেভাবে আমার ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেন সেভাবে পোষ্ট করতে পারেন।


ইনস্টাগ্রাম স্টোরি আনহাইড করব কিভাবে? How to Unhide Instagram Story 2022?

বন্ধুরা আপনারা ইনস্টাগ্রাম স্টোরি হাইড করে দিলেন এখন আবার ইনস্টাগ্রাম স্টোরি আনহাইড করবেন কিভাবে অর্থাৎ আপনি যদি আবার মনে করেন যে, আমি এই ফ্রেন্ড টা কে আমার ইনস্টাগ্রাম স্টোরি দেখাতে চাই তাহলে আপনি উপরের বলা ঠিক একই সেটিংস গুলো ফলো করবেন এবং যে যে ফ্রেন্ডসদেরকে হাইড করার জন্য সিলেক্ট করেছিলেন সেই সমস্ত ফ্রেন্ডদের আবার আন সিলেক্ট করে দিবেন এবং এরপর ব্যাকে ফিরে গেলেই কিন্তু ওই সমস্ত ফ্রেন্ডস বা ফলোয়ার্সরা আবার আপনার ইনস্টাগ্রাম স্টোরি দেখতে পাবে।


ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করব কিভাবে? How to Post Instagram Story 2022?

ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করার জন্য আপনাকে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে যেতে হবে এবং প্রোফাইলে গিয়ে কর্নারে দেখতে পাবেন থ্রী লাইন রয়েছে ওখানে ক্লিক করতে হবে।

ওখানে ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন তার মধ্যে একটা Story অপশন রয়েছে সেই স্টোরি তে ক্লিক করলে কিন্তু আপনার মোবাইলের গ্যালারিতে ওপেন হবে এবং আপনি যেই ফটোটা বা ভিডিওটা আপনার ইনস্টাগ্রাম স্টোরি হিসেবে পোস্ট করতে চাইছেন সেটা সিলেক্ট করে ফাইনালি Done করে দিলেই আপনার ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট হয়ে যাবে।

এছাড়া আপনি সরাসরি ইনস্টাগ্রামের হোমস্ক্রীন থেকেও স্টোরি পোস্ট করতে পারেন তার জন্য আপনাকে আপনার ইনস্টাগ্রাম হোম আইকনে ক্লিক করতে হবে এবং ওপরে বামদিকে কর্নারে আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে।

ওখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনার গ্যালারি ওপেন হবে এবং গ্যালারি থেকে আপনার পছন্দের ফটো ভিডিও সিলেক্ট করে পোস্ট করলেই কিন্তু আপানার ইনস্টাগ্রাম স্টোরি ফাইনালি পাবলিক হয়ে যাবে।

তাহলে বন্ধুরা আশা করি আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদেরকে খুব সহজে বোঝাতে পেরেছি যে কিভাবে আপনার ইনস্টাগ্রাম স্টোরি হাইড করে রাখতে পারবেন।

বন্ধুরা আপনাদের যদি এই আর্টিকেল রিলেটেড কোন প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই টপিকে যদি একটা বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন আশাকরি ভিডিওটি ভাল লাগবে এবং এই ধরনের আরও হেল্পফুল ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পারলে আমাদের ফেসবুক পেজও ফলো করতে পারেন এই ধরনের হেল্পফুল পোষ্টের আপডেট পাওয়ার জন্য।

তাহলে বন্ধুরা এখানেই আজকের মতো এই ইনস্টাগ্রাম স্টোরি হাইড করব কিভাবে আর্টিকেলটি শেষ হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী কোন কোন হেল্পফুল আর্টিকেলের সাথে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালো থাকুন।

এগুলোও পড়ুন:

  1. ইনস্টাগ্রাম স্টোরি ডাউনলোড করব কিভাবে?
  2. মোবাইল থেকে ডিলিট হওয়া ফটো ডকুমেন্ট ফিরিয়ে আনবো কিভাবে?
  3. কোন অ্যাপ এবং ওয়েবসাইট ছাড়া ইনস্টাগ্রাম রীলস ভিডিও ডাউনলোড করব কিভাবে?
  4. ফেসবুক আইডি ভেরিফাই করব কিভাবে?
  5. ফেসবুক ভিডিও ওয়াজ হিস্টোরি ডিলিট করব কিভাবে?
  6. ইউটিউব ভিডিওকে mp3 তে কনভার্ট করব কিভাবে?
  7. জিও ফোনে ইউটিউব ভিডিও ডাউনলোড করব কিভাবে?
  8. ফেসবুক ফ্রেন্ড লিস্ট হাইড করব কিভাবে?
  9. ফেসবুকে নাম পরিবর্তন করব কিভাবে?
  10. মোবাইলের অ্যাপস লুকিয়ে রাখবো কিভাবে?


Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. নামহীন১১:৩৫ AM

    All of those are 3D slots delivering a cinematic 메리트카지노 expertise with high-definition graphics and crisp sound results. Wild Casino has an excellent collection of casino video games – primarily free slot machine video games. You will discover a varied vary of themes among the many slots, including ancient Egyptians, motion, fruit slots, Wild West, thriller, adventure, etc.

    উত্তরমুছুন