Ticker

6/recent/ticker-posts

ইউটিউব ভিডিও আপলোড করবো কিভাবে দ্রুত গতিতে? How to Upload Youtube Video in High Speed?

ইউটিউব ভিডিও আপলোড করবো কিভাবে দ্রুত গতিতে(How to Upload YouTube Video in High Speed):

বন্ধুরা আপনাদের যদি একটা ইউটিউব চ্যানেল থাকে তাহলে নিশ্চয়ই আপনারা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে গিয়ে একটা সমস্যায় পড়েছেন, সমস্যাটা হলো ধীরগতিতে আপনাদের ভিডিওটা আপলোড হয়।


ফলে কি হয় ইউটিউব এ ভিডিও আপলোড করতে অনেকটা সময় লেগে যায় এবং আপনাদের বিরক্তিবোধ হয়, কিন্তু বন্ধুরা আজকে এই পোষ্টের মাধ্যমে ইউটিউব ভিডিও আপলোড করবেন কিভাবে দ্রুত গতিতে সেই বিষয়ে একটা নিনজা টেকনিক বলতে পারেন নিয়ে চলে এসেছি।


এই টেকনিক যদি আপনারা এপ্লাই করেন তাহলে আশাকরি আপনাদের মোবাইলেও খুব দ্রুতগতিতে ইউটিউব ভিডিও আপলোড করতে পারবেন।


আর আমি এই টেকনিক এপ্লাই করেই কিন্তু আমার ইউটিউব চ্যানেল BM tricks এ ইউটিউব ভিডিও আপলোড করি দ্রুতগতিতে। এই ট্রিকসটি কাজ করবে কারন আমি এই ট্রিক্সটি এপ্লাই করে কিন্তু আমার ইউটিউব চ্যানেল ইউটিউব ভিডিও আপলোড করি।


তাহলে বন্ধুরা চলুন বেশি দেরি না করে ইউটিউব ভিডিও আপলোড দ্রুত কিভাবে করবেন সেটা জেনে নেওয়া যাক।


বন্ধুরা আপনাদের কে সর্বপ্রথম আপনাদের মোবাইলের সেটিংস এ যেতে হবে এবং সেটিংসে ক্লিক করার পরে আপনারা Sim Card and Mobile network বলে একটা অপশন পাবেন ওখানে ক্লিক করবেন।


ক্লিক করার পরে আপনার ইন্টারনেট প্যাক টা যেই সিমে এক্টিভেট রয়েছে ওই সিমটা দেখতে পাবেন এছাড়াও আপনার ফোনে অন্য আরেকটা সিম থাকলেও ওটাও দেখতে পাবেন তবে বন্ধুরা আপনারা ওই সিমেই ক্লিক করবেন যেটাতে আপনার ইন্টারনেট প্যাক অ্যাক্টিভ রয়েছে,ওই সেটিংস কে বলে sim card settings।


ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবেন Use VoLTE বলে একটা অপশন রয়েছে,আপনারা আপনাদের মোবাইলের যে VoLTE অপশনটা রয়েছে ওটাকে অন করে দিবেন।



আর আপনাদের যদি আগে থেকে VoLTE অপশনটা অন করা রয়েছে তাহলে আপনাদের কিন্তু এই সেটিংসটা করার দরকার নাই।



এইরকম অবস্থায় আপনারা আপনার ইউটিউব ভিডিওটা আপলোড করা শুরু করবেন তার জন্য সরাসরি ইউটিউবে যাবেন এবং নিচে যে প্লাস আইকন রয়েছে ওই প্লাস আইকনে ক্লিক করে আপনার ইউটিউব ভিডিওটা আপলোড করবেন যথাযথভাবে টাইটেল, ডেসক্রিপশন ও ট্যাগ দিয়ে।


আপলোড শুরু হয়ে গেলে দেখবেন আপনার ইউটিউব ভিডিও আপলোডের যে স্পীড, ওটা কিন্তু খুব ধীরগতিতে হচ্ছে।


আর এই ধীর গতিতে গতিতে ইউটিউব ভিডিও আপলোড হওয়ার সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু আমি আজকে আপনাদের জন্য এই পোস্টটি নিয়ে চলে এসেছি।


ইউটিউব ভিডিও আপলোড করার নিনজা টেকনিক:

এবার আমার বলা নিনজা টেকনিক এপ্লাই করার সময় এসে গেছে তার জন্য বন্ধুরা আপনারা কি করবেন,

আপনার ইউটিউব ভিডিও আপলোড করা অবস্থায় আপনারা সরাসরি আপনার মোবাইলের ডায়াল প্যাডে যাবেন।


তবে তার আগে বন্ধুরা আপনার ফোনে যদি Volte অপশনটা না অন থাকে তাহলে অন করে দিবেন।


অন করে দেওয়ার পরে ডায়ালার প্যাড এ যাবেন এবং ওখানে গিয়ে ডায়েল করবেন 198 যেটা হলো কাস্টমার কেয়ারের নাম্বার।


আপনি যাকে খুশি কল করতে পারেন তবে বন্ধুরা আপনাদের সুবিধার জন্যই আমি 198 কল করতে বললাম।


কলটা যখনই কানেক্ট হয়ে যাবে তখনই বন্ধুরা আপনাদের ইউটিউব ভিডিওর আপলোড স্পিড নোটিফিকেশন বার থেকে দেখবেন,ওখানে যে ভিডিও ধীরগতিতে আপলোড হয়েছিল ওটা কিন্তু তিন গুণ চার গুন বেড়ে গেছে।


মানে যদি আপনার ভিডিও আগে 100kb/sec এ আপলোড হতো এখন কিন্তু 3mb/sec এ ইউটিউব ভিডিও আপলোড হচ্ছে।


তাহলে বন্ধুরা আশাকরি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কিভাবে আপনারা ইউটিউব ভিডিও আপলোড করবেন দ্রুত গতিতে এবং এই ভাবেই উপরের বলা স্টেপগুলো ফলো করে কিন্তু ইউটিউব ভিডিও খুব সহজে হাইস্পিডে আপলোড করতে পারবেন।


তাহলে বন্ধুরা যদি আমার এই পোস্টটি পড়ে আপনাদের একটু হেল্প ফুল লেগে থাকে বা আপনাদের যদি ইউটিউব ভিডিও আপলোড দ্রুত গতিতে হয় তাহলে অবশ্যই পোস্টটি ঐ বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করবেন যারা ও জানতে চাই ইউটিউব ভিডিও আপলোড দ্রুত গতিতে কিভাবে করবো


তাহলে বন্ধুরা এখানেই আমার পোস্টটি শেষ হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন এই ধরনের হেল্পফুল পোষ্টের সাথে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালো থাকুন।

এগুলোও পড়ুন:

  1. মোবাইল থেকে ডিলিট হওয়া ছবি বা ডকুমেন্ট ফিরিয়ে আনার নিয়ম
  2. ফেসবুক আইডি ভেরিফাই করব কিভাবে?
  3. জিও ফোনে ইউটিউব ভিডিও ডাউনলোড করব কিভাবে?
  4. জিও ফোনে ফেসবুক ভিডিও ডাউনলোড করব কিভাবে?
  5. ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট তৈরি করব কিভাবে?
  6. ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করে কিভাবে?


Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ