Ticker

6/recent/ticker-posts

ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?

ট্রান্সফরমার কত প্রকার ও কি কি সেটা জানার আগে আপনাদেরকে বলবো ট্রান্সফরমারের প্রকারভেদ বা ট্রান্সফরমার কত প্রকার ও কি কি সেটা


কিছু কিছু ক্ষেত্রে এর উপর নির্ভর করে হয় যেমন:

  1. কার্যপ্রণালীর ওপর ভিত্তি করে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?
  2. ব্যবহারের উপর ভিত্তি করে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?
  3. স্থাপন এর উপর ভিত্তি করে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?
  4. ফেজের সংখ্যা অনুসারে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?
  5. ফ্রিকোয়েন্সি অনুসারে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?



তাহলে বন্ধুরা এখন আমরা আলোচনা করব


কার্যপ্রণালীর ওপর ভিত্তি করে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?


কার্যপ্রনালীর উপর ভিত্তি করে ট্রান্সফরমার সাধারনত দুই প্রকার যথাঃ

  1. স্টেপ আপ ট্রান্সফরমার
  2. স্টেপ ডাউন ট্রান্সফরমার



ব্যবহারের উপর ভিত্তি করে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?


ব্যবহারের উপর ভিত্তি করে ট্রান্সফরমার কে চার ভাগে ভাগ করা হয়:

  1. পাওয়ার ট্রান্সফরমার
  2. ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার
  3. অটো ট্রান্সফরমার
  4. ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার




ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার আবার দুই প্রকারের হয়:


  1. কারেন্ট ট্রান্সফরমার(CT)
  2. পটেনশিয়াল ট্রান্সফরমার(PT)



স্থাপন এর উপর ভিত্তি করে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?


স্থাপন এর উপর ভিত্তি করে ট্রান্সফরমারকে নিচের অংশে ভাগ করা যায়:

  1. ইনডোর টাইপ ট্রান্সফরমার
  2. আউটডোর টাইপ ট্রান্সফরমার
  3. আন্ডারগ্রাউন্ড ট্রান্সফরমার
  4. পোল মাউন্টেড ট্রান্সফরমার




ফেজের সংখ্যা অনুসারে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?


ফেজের সংখ্যা অনুসারে ট্রান্সফরমার কে দুই ভাগে ভাগ করা যায়।

  1. সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার
  2. পলি ফেজ ট্রান্সফরমার(থ্রী ফেজ)



ফ্রিকোয়েন্সি অনুসারে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?


ফ্রিকোয়েন্সি অনুসারে ট্রান্সফরমার দুই প্রকার:

  1. রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার
  2. অডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার



বন্ধুরা আশাকরি ট্রান্সফরমার কত প্রকার ও কি কি আপনারা বুঝতে পেরেছেন এবং ট্রান্সফরমারের প্রকারভেদ সম্বন্ধে আপনাদের মনে থাকা সমস্ত প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছেন।

বন্ধুরা যদি আমার এই ট্রান্সফরমার কত প্রকার ও কি কি পোস্টটি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন যারা জানতে চায় ট্রান্সফরমার কত প্রকার ও কি কি বা ট্রান্সফরমার কত প্রকারের হয়।


এবং ভালো লাগলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করবেন।

এবং যদি এখনো আপনাদের মনে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি বা ট্রান্সফরমারের প্রকারভেদ নিয়ে প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।

এটাও পড়ুন:

ট্রান্সফরমার কি এবং কিভাবে কাজ করে?

সাবস্টেশনে পাথর কেন ব্যবহার করা হয়?

লাইটনিং এরেস্টার কি এবং কিভাবে কাজ করে? লাইটনিং এরেস্টার এর প্রকারভেদ


তাহলে বন্ধুরা এখানেই আমার ট্রান্সফরমার কত প্রকার ও কি কি পোস্টটি শেষ হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন পোষ্টের সাথে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালো থাকুন।





Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ